কক্সবাজারে ধর্ষণ মামলায় মামার যাবজ্জীবন কারাদন্ড - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৫-১০ ২০:২৩:০১

কক্সবাজারে ধর্ষণ মামলায় মামার যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পুলিশ লাইন্স এলাকায় শিশু ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা নুরুন্নবী নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ওই সময় তাকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। যা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক।

মঙ্গলবার (১০ মে) দুপুরে মামলার রায় ঘোষণা করেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দিন। এসময় মামলার আসামি আমেনা বেগম ও মগনামার সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরকে খালাস দেয়া হয়।

আদালত সুত্রে জানা গেছে- ২০২০ সালে পুলিশ লাইন্সের পেছনের এলাকায় মামা নুরুন্নবীর নেতৃত্বে শিশুটিকে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে তার মা। পরে ওই মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশীট দেয় তদন্তকারী সংস্থা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আইনজীবি আব্দুর শুক্কুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু ধর্ষণের দায়ে নুরুন্নবী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ড দেয়া হয়। এ রায়ে আসামী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

আরো সংবাদ