কক্সবাজারে নবান্ন উৎসব ২৬ নভেম্বর - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-১১-১৭ ০৯:৪১:৩৩

কক্সবাজারে নবান্ন উৎসব ২৬ নভেম্বর

সংবাদ বিজ্ঞপ্তি :  ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রানে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় উঠে উৎসব, বন্ধ মাঠের কাজ’ ¯েøাগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আগামী ২৬ নভেম্বর, শনিবার কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে নবান্ন উৎসব-১৪২৯।

নবান্ন উৎসব সফল করার লক্ষ্যে নবান্ন উৎসব উদযাপন পরিষদের এক প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদযাপন পরিষদের আহŸায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম জসীম উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজীবুল ইসলাম, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, জেলা খেলাঘরের সহ সভাপতি সুবিমল পাল পান্না, খেলাঘর সংগঠক ধ্রæব সেন, শ্রæতি আবৃত্তি অঙ্গনের সভাপতি প্রতিভা দাশ, সৈকত খেলাঘরের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব কর্মকার,  সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের নয়ন চক্রবর্তী, সৃজন সঙ্গীত ভুবনের পুস্পেন দাশ, আবীর চৌধুরী, ঝিনুকমালা খেলাঘর আসরের মিশু দাশ গুপ্ত, জয় চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী কাজী তামজিদ পাশা, তৌফিকুল ইসলাম, স্বরুপ চক্রবর্তী, মোঃ কাশেম আবেদীন, আবুল কালাম, হায়দার নেজাম, তাহের কুতুবী প্রমুখ।

আরো সংবাদ