কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৮ মে ২০২৪ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০১৯-১০-০৭ ০৬:১৩:০৬

কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত

জসিম সিদ্দিকী, কক্সবাজার: “বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার” এ প্রতিপাদ্যে বিষয় নিয়ে কক্সবাজারে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ অক্টোবর সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা। কউক কার্যালয় চত্বরে র‌্যালীর উদ্বোধন করেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। পরে র‌্যালিটি হোটেল-মোটেল সড়ক প্রদক্ষিণ করে কউক কার্যালয়ে এসে শেষ হয়।।[the_ad id=”36489″] এ সময় জেলা প্রশাসক মো: কামাল হোসেনসহ পদস্থ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে কউক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, কউক সদস্য প্রকৌশলী লে. কর্ণেল আনোয়ার উল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

আরো সংবাদ