কক্সবাজারে পৃথক পাহাড় কাটার ঘটনায় পরিবেশের মামলা - কক্সবাজার কন্ঠ

সোমবার, ৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০১-২২ ১৭:৫৬:০২

কক্সবাজারে পৃথক পাহাড় কাটার ঘটনায় পরিবেশের মামলা

কক্সবাজারে পৃথক পাহাড় কাটার ঘটনায় পরিবেশের মামলা

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজার সদর উপজেলায় বহুল আলোচিত পাহাড় কাটার দুই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। মামলা দুইটি ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত রাখা হয়েছে আরও ৮ জনকে।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আবদুছ ছালাম বাদী হয়ে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় মামলা দুইটি দায়ের করেন।

কক্সবাজার সদর থানার পরিদর্শক তদন্ত মো. কাইছার হামিদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট আইনে মামলাটি নথিভূক্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এর মধ্যে আগে কক্সবাজার বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ বিল্ডিং এর পাহাড় কাটার ঘটনায় দায়ের করা মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত রাখা হয়েছে ৪ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শহরতলীর কলাতলীর সৈকতপাড়া এলাকায় পাহাড় কাটার ঘটনায় দায়ের করা মামলায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কক্সবাজারের (টুয়াক) সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লবের নাম উল্লেখ রয়েছে। যেখানে অজ্ঞাত রাখা হয়েছে আরও ৪ জনকে।

আরো সংবাদ