জেলায় রোহিঙ্গাসহ আরও ২৩৬ জন করোনা আক্রান্ত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৭-১০ ০৬:৪৭:৩৯

জেলায় রোহিঙ্গাসহ আরও ২৩৬ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে একদিনে ২ পদ্ধতি রোহিঙ্গাসহ ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬৭ জনের। তার মধ্যে ৬০ রোহিঙ্গাসহ ২০৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছে ১৯৬ জন। বাকী ৫৩৬ জনের রিপোর্ট নেগেটিভ আসে। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৮ জনের। অপরদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১ জনের। তারমধ্যে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকী ২৯ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। শনিবার (১০ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির। তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৭৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫৬৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৭৩ জন, রামুর ৫ জন, উখিয়ার ২৭ জন, টেকনাফের ১৭ জন, চকরিয়ার ১ জন, পেকুয়ার ২ জন, কুতুবদিয়ার একজন, বান্দরবানের একজন ও চট্টগ্রামের বাঁশখালীর ৩ জন।

 

আরো সংবাদ