কক্সবাজারে রোহিঙ্গাসহ ১২৮ জনের শরীরে করোনা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০৬-২৯ ১৬:৪৫:৫২

কক্সবাজারে রোহিঙ্গাসহ ১২৮ জনের শরীরে করোনা

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি ল্যাবে সর্বশেষ গেল ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৩৩ জন রোহিঙ্গাসহ ১২৮ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১২৬ জন। ফলোআপ রোগী আছে ২ জন। মঙ্গলবার (২৯ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির কক্সবাজার কন্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৯২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৭৯৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদরের বাসিন্দা ৪১ জন, উখিয়ার বাসিন্দা ২১ জন, রামুর বাসিন্দা ৪ জন, টেকনাফের বাসিন্দা ১৮ জন, চকরিয়ার বাসিন্দা ১ জন, পেকুয়ার বাসিন্দা ৩ জন, মহেশখালীর বাসিন্দা ২ জন, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ২ জন ও বান্দরবানের বাসিন্দা ১ জন।

আরো সংবাদ