কক্সবাজারে হত্যা মামলায় ১ জনের আমৃত্যু কারাদন্ড - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২৩-০৩-০৫ ১৩:২৩:০৬

কক্সবাজারে হত্যা মামলায় ১ জনের আমৃত্যু কারাদন্ড

কক্সবাজারে হত্যা মামলায় ১ জনের আমৃত্যু কারাদন্ড

কক্সবাজার :  চকরিয়ায় যুবককে হত্যার ঘটনায় এক জনকে আমৃত্যু কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা প্রদান করেছে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত।

রোববার (৫ মার্চ) বিকালে বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সোহেল চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার নুরুল কবিরের ছেলে।

মামলার নথির বরাতে কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৭ সালের ৬ জুলাই সন্ধ্যায় চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় সোহেল ধারালো ছুরি দিয়ে মোহাম্মদ আনাছ নামের এক যুবককে বুকে-পিঠে আঘাত করে। এতে আনাছের মৃত্যু হয়।

এ ঘটনায় আনাছের মা ছেনুয়ারা বেগম বাদী হয়ে পরের দিন চকরিয়া থানায় একখানা হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৮ সালের ১২ আগস্ট আদালাত অভিযোগপত্র গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করা হয়।

মামলার ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ মামলার রায় প্রদান করা হয়। রায় ঘোষণাকালে আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ