কক্সবাজারে হাসপাতাল করবে ইউএনএইচসিআর - কক্সবাজার কন্ঠ

সোমবার, ৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২১-১২-১৬ ১৯:০৪:৩০

কক্সবাজারে হাসপাতাল করবে ইউএনএইচসিআর

সংবাদ  ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানিয়েছেন, কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ইউএনএইচসিআর (জাতিসংঘের শরণার্থী সংস্থা) বাংলাদেশ’ একটি নতুন হাসপাতাল নির্মাণ করবে যাতে সাহায্য করবে জাপান।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রদূত ইতো নাওকি ইউএনএইচসিআর কর্তৃপক্ষের সাথে নিজের বৈঠকের একটি ছবি পোস্ট করেন টুইটরে।

“কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং হোস্ট কমিউনিটির (স্থানীয় বাসিন্দা) জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উখিয়াতে ‘ইউএনএইচসিআর বাংলাদেশ’ একটি নতুন হাসপাতাল নির্মাণ করবে। জাপান এই প্রকল্পে ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৭ কোটি ৭১ লাখ টাকা) দেবে। ২০১৭ সালের আগস্ট থেকে জাপানের সহযোগিতার পরিমাণ ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে (১,২৮৫ কোটি ৫০ লাখ) পৌঁছেছে।”

আরো সংবাদ