কক্সবাজারে ১৩ ঘন্টার ব্যবধানে ৩ পর্যটকের মৃত্যু - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২২-০৫-১৯ ১০:৫৬:০১

কক্সবাজারে ১৩ ঘন্টার ব্যবধানে ৩ পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের তারকা মানের হোটেল সী গালে এবার মো. মনিরুল ইসলাম (৪০) নামের এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১ টার দিকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পর্যটকের সাথে স্ত্রী পরিচয়ে থাকা নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে ১৩ ঘন্টার ব্যবধানে ৩ পর্যটকের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন তরুণী।

হোটেল রেজিষ্ট্রারের তথ্যমতে, মৃত্যুবরণকারি পর্যটক মো. মনিরুল ইসলাম ঢাকার মাটিকাটাস্থ ক্যান্টনমেন্ট এলাকার আবদুল আজিজের ছেলে। সাথে থাকা তার স্ত্রীর নাম লিজা রহমান ঊর্মি (৩৫)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম জানান, বুধবার (১৮ মে) বিকাল সাড়ে ৫ টায় এরা ২ জন স্বামী-স্ত্রী পরিচয়ে সী গাল হোটেলের ৭২৪ নম্বর কক্ষে অবস্থান নেন। রাত সাড়ে ১২ টার দিকে অসুস্থবোধ করলে পর্যটক মনিরুলকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে রাত ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্ত্রী পরিচয়ে সাথে থাকা নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। একই সঙ্গে পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এর আগে বুধবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তারকামানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান নেয়া মাফুয়া খানম নামের এক নারীকে অসুস্থ হলে হাসপাতালে আনা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় স্বামী পরিচয়ে সাথে আসা নাছির উদ্দিন নামের যুবককে আটক করেছে পুলিশ। তার মৃত্যু কারণ সম্পর্কে কেউ কোন কথা বলছে না।

এর আগে বুধবার দুপুর পৌনে ১ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর এক পর্যটক তরুণীর মৃত্যু হয়। গত ১১ মে ঢাকা থেকে চার বন্ধুর সঙ্গে ওই তরুণী কক্সবাজার বেড়াতে এসে হোটেল বীচ হলিডেতে উঠেন। গত ১৪ মে সকালে সেখানে তরুনীটি অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বুধবার (১৮ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে আসা ৪ বন্ধুর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানে এ তরুণীর মৃত্যু হয়েছে।

আরো সংবাদ