কক্সবাজারে ৭১’ আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০৯-২৬ ০৯:২৫:১০

কক্সবাজারে ৭১’ আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারে ৭১’ আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ আইনজীবীদের সমন্বয়ে “মুক্তিযুদ্ধের চেতনা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ” স্লোগানে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ৭১’ আইনজীবী পরিষদ ২০১৮ সালে ২৩ই ডিসেম্বর গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তরুণ আইনজীবীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠাকালীন এই সংগঠনটি তরুন আইনজীবী অ্যাডভোকেট রিদুয়ান আলীকে সভাপতি ও যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ ফায়সালকে সাধারণ সম্পাদক করে সাবেক ছাত্রলীগ, যুবলীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের নিয়ে উক্ত সংগঠনটি গঠিত হয়।

উক্ত সংগঠনটি গঠিত হওয়ার পর থেকে নানা সফলতার মধ্য দিয়ে আওয়ামী সমর্থক আইনজীবীদের একাত্মতাবন্ধন ও সুসম্পর্ক বজায় রাখার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া ব্যাঞ্চের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে এই সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংঘঠনটি গঠিত হওয়ার ৪ বৎসর ৩ মাস পর গেল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সম্মেলনের মধ্য দিয়ে সকল সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে অ্যাডভোকেট মোঃ হারেছ রহমান’কে সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম আবু’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।তিনি সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মমতাজ আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা, স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর এপিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েমসহ ৭১’আইনজীবী পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনের পর আজ সংগঠনের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১২৯ জন বিশিষ্ট আইনজীবীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। উক্ত পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা হিসেবে স্বাক্ষর করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সাইমুম সারওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-১ আসনের সংসদ জাফর আলম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক।

উক্ত পূর্ণাঙ্গ কমিটি যথাক্রমে নিম্মরূপ- ১। সভাপতি- অ্যাডঃ মোঃ হারেছ রহমান, ২। সিনিয়র সহ-সভাপতি- অ্যাডঃ মোহাম্মদ ফয়সাল, ৩। সহ-সভাপতি- অ্যাডঃ ফরহাদ আহমেদ, ৪। সহ-সভাপতি- অ্যাডঃ মোহাম্মদ মনির উদ্দিন (এমকে), ৫। সহ-সভাপতি- অ্যাডঃ মীর হারুনুল এরশাদ, ৬। সহ-সভাপতি- অ্যাডঃ মোঃ কামরুল হাসান (টিপি), ৭। সহ-সভাপতি- অ্যাডঃ রাজীব বড়–য়া ৮। সহ-সভাপতি- অ্যাডঃ শাহ আলম ৯। সহ-সভাপতি- অ্যাডঃ ছৈয়দ হোসেন ১০। সহ-সভাপতি- অ্যাডঃ বিমল কান্তি দে, ১১। সহ-সভাপতি- আশিকুল বছির নকিব (সিকে), ১২। সহ-সভাপতি- অ্যাডঃ শামীম রেজা খান, ১৩। সহ-সভাপতি- অ্যাডঃ শবনম মুস্তারী, ১৪। সাধারণ সম্পাদক- অ্যাডঃ আবুল কাশেম আবু, ১৫। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ এম. রাসিব আহমেদ, ১৬। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ মাহাফুজুর রহমান, ১৭। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ জালাল উদ্দিন, ১৮। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ সাকু আলম, ১৯। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ জহির ইসলাম, ২০। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ এইচ.এম মোশাররফ হোসেন (এমকে), ২১। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ শওকত ওসমান (সিকে), ২২। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ মোহাইমিনুল ইসলাম সাজিদ, ২৩। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ মনির ইউ আজাদ, ২৪। যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডঃ সাজ্জাদুল আকবর, ২৫। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ বিশ^জিৎ ভৌমিক কল্লোল, ২৬। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ মীর কায়েস উদ্দিন লিটন, ২৭। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ মোহাম্মদ রাসেল, ২৮। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ ছানা উল্লাহ বাপ্পী, ২৯। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ ছোটন কান্তি শীল, ৩০। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ সাঈদ মোহাম্মদ আনোয়ারুল আজীম, ৩১। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ রায়হাতুলগীর কসবা, ৩২। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ ইয়াসির আরাফাত, ৩৩। সাংগঠনিক সম্পাদক- অ্যাডঃ এম.আর রাসেল, ৩৪। দপ্তর সম্পাদক- অ্যাডঃ শাহ মোহাম্মদ নওশাদ শুভ, ৩৫। উপ-দপ্তর সম্পাদক- অ্যাডঃ আলী আরফান খান আলীফ, ৩৬। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- অ্যাডঃ ওসমান সরওয়ার, ৩৭। উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- অ্যাডঃ তাহসিন শারজিল, ৩৮। অর্থ সম্পাদক- অ্যাডঃ তাজমিন হুদা চৌধুরী সেতু, ৩৯। উপ- অর্থ সম্পাদক- অ্যাডঃ হামেদ হাসান আলভী, ৪০। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- অ্যাডঃ অনিক ইসলাম আকিব, ৪১। উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- অ্যাডঃ ফারহান খালিদ, ৪২। মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক- অ্যাডঃ মোশাররফ হোসেন (ই), ৪৩। উপ-মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক- অ্যাডঃ মহি উদ্দিন আহমেদ সোহেল, ৪৪। ধর্ম বিষয়ক সম্পাদক- অ্যাডঃ হামিদুর রহমান, ৪৫। উপ- ধর্ম বিষয়ক সম্পাদক- অ্যাডঃ আজিজুল হক, ৪৬। আপ্যায়ন বিষয়ক সম্পাদক- অ্যাডঃ মোহাম্মদ আবদুস সালাম, ৪৭। উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক- অ্যাডঃ আলী মোরশেদ, ৪৮। আইন গবেষণা বিষয়ক সম্পাদক- অ্যাডঃ মোহাম্মদ আজিজুল হক, ৪৯। আইন গবেষণা বিষয়ক সম্পাদক- অ্যাডঃ রুনো আক্তার এ্যানি, ৫০। মহিলা বিষয়ক সম্পাদক- অ্যাডঃ নাহিদা খানম কক্সী, ৫১। উপ- মহিলা বিষয়ক সম্পাদক- অ্যাডঃ রাজিয়া সুলতানা শারমিন, ৫২। উপ- মহিলা বিষয়ক সম্পাদক- অ্যাডঃ সামশাদ সুলতানা আলেয়া , ৫৩। পরিবেশ বিষয়ক সম্পাদক- মোঃ হোসাইন ইব্রাহীম, ৫৪। উপ- পরিবেশ বিষয়ক সম্পাদক- অ্যাডঃ কনিকা শর্মা, ৫৫। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- অ্যাডঃ কামরুল হাসান (এমকে), ৫৬। উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- অ্যাডঃ তানভির শাহ, ৫৭। মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক- অ্যাডঃ মিজানুর রহমান সানি, ৫৮। উপ- মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক- অ্যাডঃ সন্তোষ কান্তি দে, ৫৯। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক- অ্যাডঃ সাবের ওসমান, ৬০। উপ- আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক- অ্যাডঃ মোহাম্মদ জসিম উদ্দিন, ৬১। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- অ্যাডঃ সাদ্দাম হোসেন, ৬২। উপ- ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- অ্যাডঃ সিরাজুল ইসলাম, ৬৩। সহ সম্পাদক- অ্যাডঃ এসমিকা সুলতানা, ৬৪। সহ সম্পাদক- অ্যাডঃ অ্যাডঃ হেলাল উদ্দিন হাসান, ৬৫। সহ সম্পাদক- অ্যাডঃ দেলোয়ার হোসেন (এমকে), ৬৬। সহ সম্পাদক- অ্যাডঃ প্রিয়ম দে, ৬৭। সহ সম্পাদক- অ্যাডঃ শুভন দাশ বাবলা, ৬৮। সহ সম্পাদক- অ্যাডঃ নিউটন কুমার শাহা, ৬৯। সহ সম্পাদক- অ্যাডঃ শাহ জাহান, ৭০। সহ সম্পাদক- অ্যাডঃ আবদুল মাজেদ, ৭১। সহ সম্পাদক- অ্যাডঃ বাপ্পি শর্মা, ৭২। সহ সম্পাদক- অ্যাডঃ মুজিবুল হক, ৭৩। সহ সম্পাদক- অ্যাডঃ মোহাম্মদ সাইফুদ্দিন (ই), ৭৪। সহ সম্পাদক- অ্যাডঃ নাজিম উদ্দিন কাদের, ৭৫। সহ সম্পাদক- অ্যাডঃ হিমেল বড়–য়া, ৭৬। সহ সম্পাদক- অ্যাডঃ ইমাম হোসেন, সম্মানিত সদস্য ১। অ্যাডঃ রিদুয়ান আলী, ২। অ্যাডঃ জুলকার নাঈম জিল্লু,৩। অ্যাডঃ উজ্জ্বল কান্তি দে, ৪। অ্যাডঃ নুরুল ইসলাম সায়েম, ৫। অ্যাডঃ রবিউল এহেসান লিটন, ৬। অ্যাডঃ ইমরুল কায়েস মানিক, ৭। অ্যাডঃ আরিফুল মোস্তফা, ৮। অ্যাডঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান লিটন, ৯। অ্যাডঃ রবিন্দ্র চন্দ্র দাশ, ১০। অ্যাডঃ বেদারুল আলম, ১১। অ্যাডঃ মোহাম্মদ আলম, ১২। অ্যাডঃ শওকত বেলাল,১৩। অ্যাডঃ মনিরুল ইসলাম, ১৪। অ্যাডঃ সুমনজিত পাল,১৫। অ্যাডঃ আশীষ বড়–য়া, ১৬। অ্যাডঃ ফেরদাউস আলম, ১৭। অ্যাডঃ মোহাম্মদ জাহেদ চৌধুরী, ১৮। অ্যাডঃ আবদুস সোবহান, ১৯। অ্যাডঃ সৈকত কান্তি দে, ২০। অ্যাডঃ জামাল উদ্দিন খোকন (এমকে), ২১। অ্যাডঃ এস.এম সায়েম, ২২। অ্যাডঃ নুর আয়েশা, ২৩। অ্যাডঃ আরজু বড়–য়া, ২৪। অ্যাডঃ জসিম উদ্দিন ২৫। অ্যাডঃ বিপন চন্দ্র দে ২৬। অ্যাডঃ মাসুদ কায়সার ২৭। অ্যাডঃ আকতার কামাল ২৮। অ্যাডঃ মোঃ মহি উদ্দিন খাঁন ২৯। অ্যাডঃ হুসাইন মোহাম্মদ ফয়সালসহ সম্মানিত ২৪ জন সিনিয়র সদস্য এবং ৩১ জন উপদেষ্টা সম্বলিত এই কমিটি।

আরো সংবাদ