করাচিতে বিমান দুর্ঘটনায় বেঁচে গেলেন ২ যাত্রী - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৫-২৩ ০০:০৩:৪৪

করাচিতে বিমান দুর্ঘটনায় বেঁচে গেলেন ২ যাত্রী

কক্সবাজার কন্ঠ ডেস্ক :  ২২ মে শুক্রবার বিকেলে পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে জনবহুল এলাকার মধ্যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়ে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, বিমানের ১০৭ জন যাত্রীর মধ্যে কেউ বেঁচে নেই। কিন্তু ব্যাংক অব পাঞ্জাবের চিফ এক্সিকিউটিভ অফিসার জাফর মাসুদ ও মোহাম্মদ নামের দুই ব্যক্তি ওই বিমানেই ছিলেন। তারা বিষ্ময়করভাবে বেঁচে গেছেন। লাহোর বিমানবন্দর থেকে বিকেলে রওনা হয়েছিল পিআইএ-র ওই এয়ারবাস-এ-৩২০ বিমানটি। করাচিতে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে নামার মিনিট খানেক আগে সেটি মিলারের মডেল টাউন এলাকায় ভেঙে পড়ে। বেসামরিক বিমান কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পাকিস্তানের সিন্ধ প্রদেশ সরকারের মুখপাত্র মুর্তজা ওহাব এক টুইট বার্তায় বলেন, এখনো অবধি আমি নিশ্চিত করতে পারি যে পিআইএ বিমানটিতে আরোহী দুই যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। তাদের নাম জাফর মাসুদ ও মোহাম্মদ। তাদের দু’জনের অবস্থায় স্থিতিশীল। সূত্র: গল্ফ নিউজ।

আরো সংবাদ