দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ২৩৪১ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০৪-২৯ ১৩:১৭:৩৭

দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ২৩৪১

নিউজ ডেস্ক  :  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৪১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত হার ৯ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ প্রায় দেড় মাস পর করোনায় রোগী শনাক্ত হার ১০ এর নিচে নেমেছে। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০ এর নিচে; ৯ দশমিক ৩৯ তে নেমেছিল।

এ পর্যন্ত দেশে মোট সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৩৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন। এরমধ্যে বুধবার ৭৭ জনের মৃত্যু হয়। এবং দুই হাজার ৯৫৫ জন নতুন রোগী শনাক্ত হন।

গত ৩৯ দিনে এটিই দেশে দৈনিক শনাক্ত রোগীর সর্বনিম্ন সংখ্যা। এর আগে গত ২১ মার্চ দুই হাজার ১৭২ জন রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হন।

প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৫ এপ্রিল তা ১১ হাজার ছাড়িয়ে যায়। এরমধ্যে গত ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আরো সংবাদ