করোনা আক্রান্তরা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নিতে পারবে - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৪-১৩ ১২:৪৪:০৮

করোনা আক্রান্তরা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নিতে পারবে

বাংলাদেশকে আরও ৯৬ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক :  করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার অর্থাৎ টেস্টে নেগেটিভ হওয়ার ৪ সপ্তাহ পর করোনার টিকা নিতে পারবেন। এর মধ্যে যারা প্রথম ডোজ টিকা নেয়ার পর আক্রান্ত হয়েছেন তারা নেগেটিভ (সুস্থ) হওয়ার ৪ সপ্তাহ বা ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

যারা এখনো প্রথম ডোজ টিকা নেয়নি, তবে করোনায় আক্রান্ত হয়েছেন- তাদের সুস্থ বা টেস্ট রিপোর্টে নেগেটিভ আসার ২৮ দিন পর টিকা নিতে হবে। চিকিৎসা বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোস্তাক হোসেন বলেন, কেউ করোনা আক্রান্ত হলে তাদের শরীরে এন্টিবডি তৈরি হয়। ওই এন্টিবডি কাজে লাগে। তাই টেস্টে নেগেটিভ হওয়ার এক মাস পর টিকা নিতে হয়। এ নিয়ম বিশ্বব্যাপী। কেউ কেউ তিনমাস পরও নিতে পারেন। বিশেষ করে যারা প্লাজমা থেরাপি নিচ্ছেন তারা নেগেটিভ হওয়ার তিন মাস পর টিকা নিতে পারেন।

স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া সেলে যোগাযোগ করলে তারা বলেন, করোনা আক্রান্তরা সুস্থ হওয়ার এক মাস পর টিকা নিতে পারবেন। প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের বেলায় একই নিয়ম অনুসরণ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল শাখার পরিচালক শফিকুল ইসলাম জানান, আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে সুস্থ অর্থাৎ নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নেয়ার নিয়ম করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ প্রক্রিয়ায় এখন টিকা দেয়া হচ্ছে।

কয়েকজন জেলা সিভিল সার্জন জানান, এ নিয়ম এখন কার্যকর রয়েছে। আক্রান্ত হলে সবার জন্য একই নিয়ম করা হয়েছে।

আরো সংবাদ