করোনা শনাক্তকরণে চালু হচ্ছে মোবাইল ল্যাব - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-১২-২২ ১৮:২২:০১

করোনা শনাক্তকরণে চালু হচ্ছে মোবাইল ল্যাব

নিউজ ডেস্ক :  স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ডিএমএফআর মলিক্যুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিকের তত্ত্বাবধানে কভিড-১৯ শনাক্তরণে বুধবার রাজধানীতে চালু হচ্ছে আরটি-পিসিআর মোবাইল মলিক্যুলার ল্যাব। বিএসএল-টু ক্যাটাগরির এ ধরনের ল্যাব এশিয়ার মধ্যে প্রথম চালু হচ্ছে বলে জানা গেছে।

এর মাধ্যমে আপাতত বিদেশ ফেরত যাত্রীরা নিজের অবস্থানে থেকেই কভিড টেস্টের রিপোর্ট কয়েক ঘণ্টার ব্যবধানে পাবেন। রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন।

জানা গেছে, অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই মোবাইল ল্যাবটি স্থাপন করা হয়েছে ৪৭ ফুট প্রশস্ত বিশাল আকারের একটি গাড়ির ভেতর। সেখানে থাকবে রেজিস্ট্রেশন, স্যাম্পল কালেকশন, এক্সট্র্যাকশন, পিসিআর রান, এনালাইসিস রিপোর্ট প্রদান ইত্যাদি ব্যবস্থা। মোবাইল ল্যাবটিতে থাকবে জেনারেটর, ওয়াইফাই সংযোগ, সিসিটিভি, সাউন্ড সিস্টেম, টেলিফোন ইত্যাদি সংযোগও।

স্যাম্পল কালেকশন করার ৬-২৪ ঘণ্টার মধ্যে কভিড টেস্টের রেজাল্ট দেওয়া সম্ভব হবে। কেউ চাইলে নির্ধারিত পোর্টাল থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। দিনে এক হাজার স্যাম্পল পরীক্ষা সম্ভব হবে।

ডিএমএফআর মলিক্যুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান বলেন, উন্নত বিশ্বের ন্যায় জরুরী প্রয়োজনে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে কভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করে অল্প সময়ে রিপোর্ট প্রদান করার মতো সব ধরনের ব্যবস্থা থাকছে এতে। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প-কলকারখানা, বিভাগীয় শহর, জেলা শহর এমনকি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে স্যাম্পল কালেকশন ও তাৎক্ষণিক পরীক্ষা শেষে যথাসময়ে রিপোর্ট প্রদানের ব্যবস্থা করা।

তিনি বলেন, সঠিক রোগ নির্ণয় সুচিকিৎসার পূর্বশর্ত—বিষয়টিকে প্রাধান্য দিয়ে বেসরকারি খাতে বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকার সোবহান বাগের ‘নাভানা নিউবেরী প্লেস’ এর ৭ম তলায় গড়ে তোলা হয়েছে এশিয়ায় সর্বপ্রথম বিএসএল-থ্রি সমৃদ্ধ ডিএমএফআর মলিক্যুলার ল্যাব ও ডায়াগনস্টিক।

আরো সংবাদ