কলাতলীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছে প্রভাবশালী - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-১০ ০৫:০৫:৪২

কলাতলীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছে প্রভাবশালী

নিজস্ব প্রতিবেদক : শহরের কলাতলির চন্দ্রিমা মাঠ এলাকায় সরকারি পাহাড় কেটে বাড়ি নির্মান করছে শক্তিশালী চক্র। ফলে বর্ষায় পাহাড় ধসের আশংকা করছেন স্থানীয়রা। পাশাপাশি পাহাড় কর্তনকারি প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। পূর্ব কলাতলির চন্দ্রিমা মাঠে বায়তুন নুর মসজিদের পাশের সবুজ পাহাড় কেটে বাড়ি নির্মান করছে  আকরাম নামে এক যুবক। ইতোমধ্যে পাহাড় কেটে পিলার নির্মান করেছে এবং পাহাড় কাটার চিহ্ন ঢাকতে কালো পলিথিন দিয়ে চারপাশে বাশের বেড়া দিয়ে কৌশলে পাহাড় কেটে পাকা দালান নির্মান করে যাচ্ছে অনায়সে। পাহাড় কর্তনকারি আকরাম এতই প্রভাবশালী যে ৪ ফেব্রয়ারি কলাতলি দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে দিন দুপুরে অপহরণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় মামলাও রয়েছে আকরামের বিরুদ্ধে। সরকারি পাহাড় কেটে পাকা বাড়ি নির্মান করার কারনে কলাতলির উচুঁ পাহাড় ধংস হয়ে গেছে। আগামি বর্ষায় ভয়াবহ পাহাড় ধসের আশংকা করছেন এলাকাবাসি। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

আরো সংবাদ