ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০৩-১৫ ১৩:২৩:১৪

ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

কক্সবাজার :  উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। তার নাম আব্দুর রশিদ। বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ। নিহত রশিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প ৮ ওয়েস্টের আবুল বশরের ছেলে। তিনি ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ জানান, সকাল সাড়ে আটটার দিকে ক্যাম্প ৮ ওয়েস্টে একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে ক্যাম্পে স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে করে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান ঘটনার পর থেকে এপিবিএন পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ