খালেদা জিয়ার কোন ক্ষতি হলে, জনগণ সরকারকে রেহাই দেবে না-বিএনপির সমাবেশে ফখরুল - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১২-০১ ১৮:১৬:৫৩

খালেদা জিয়ার কোন ক্ষতি হলে, জনগণ সরকারকে রেহাই দেবে না-বিএনপির সমাবেশে ফখরুল

নিউজ  ডেস্ক  :   ‘খালেদা জিয়ার কোন ক্ষতি হলে জনগণ আওয়ামী লীগ সরকারকে রেহাই দেবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল এই হুঁশিয়ারি দেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় সমাবেশের চারপাশে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, গতকাল বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর অংশ হিসেবে নয়াপল্টনে দুপুর ১টায় সমাবেশ শুরু হয়। নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বেলা ১১টা থেকেই।

দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর বানানো হয় অস্থায়ী মঞ্চ। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা বলেন আইনের কারণে দেশনেত্রীকে বাইরে যেতে দিতে পারছি না। কেন মিথ্যা কথা বলেন। এখানে অনেক আইনজীবী আছেন তারা বলছেন যে ৪০১ ধারাতে বলা আছে, একমাত্র সরকারই পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন দায়-দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি সুচিকিৎসা না হয়, যদি তার ক্ষতি হয় এ দেশের মানুষ কোনদিন আপনাদের রেহাই দেবে না। দায় সব আপনাদের বহন করতে হবে।’

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গতকালও তার রক্তক্ষরণ হয়েছিল। তবে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তা বন্ধ করতে সমর্থ হয়েছেন।’

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত সোমবার রাতে ১২টায় ডা. জাহিদ আমাকে টেলিফোন করলেন, আপনি এখনই চলে আসুন হাসপাতালে। আমি রাতেই হাসপাতালে গেলাম। গিয়ে দেখি আমাদের যে সব চিকিৎসকরা তার চিকিৎসা করছেন প্রায় ১০ জন, তারা বসে আছেন। প্রত্যেকের মুখ অত্যন্ত উদ্বিগ্ন-চিন্তিত। তারা বললেন, আমরা যেটা আশঙ্কা করেছিলাম, যেটা ভয় পাচ্ছিলাম, আমরা বলেছিলাম যে কোন সময় আবার রক্তক্ষরণ হতে পারে, কালকে আবার রক্তক্ষরণ হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা বেগম জিয়ার কাগজপত্র বিদেশে পাঠিয়েছি। কাদের সামনে বলেছেন? কূটনীতিকদের সামনে, বিভিন্ন রাষ্ট্রদূতদের সামনে। কেন বলেছেন? বিভিন্ন দেশের কূটনীতিকরা, রাষ্ট্রদূতরা ইতোমধ্যে চাপ সৃষ্টি করেছে সরকারের ওপরে যে বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠাও চিকিৎসার জন্য।’

‘তার প্রমাণ আপনারা দেখেন। গণতন্ত্র সম্মেলন হচ্ছে, সেখানে বাংলাদেশের নাম নেই। কেন? বাংলাদেশ এখন আর গণতন্ত্রের দেশ নেই। শেখ হাসিনার অধীনে, এই সরকারের অধীনে নির্যাতন-নিপীড়নের কারণে, তাদের কর্তৃত্ববাদের, স্বৈরাচারের কারণে আজকে এই দেশ পুরোপুরি একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে’ বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা হোক। আমাদের এখানে যে সব লোকজন আসছেন, আমার ডানে একজন রোজা রাখছে, নামাজ পড়ছে যে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও তিনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এই যে কোটি কোটি মানুষের আহাজারি, এই যে কোটি কোটি মানুষের ফরিয়াদ আল্লাহ কাছে নিশ্চয় পৌঁছাচ্ছে। তিনি নিশ্চয়ই বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।’

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিশেষ করে আমার তরুণ ছাত্র যুবক ভাইদের কাছে আহ্বান করতে চাই, এ দেশের কোন পরিবর্তন হয়নি তরুণদের অংশগ্রহণ ছাড়া। তোমাদের জেগে উঠতে হবে, তোমাদের উঠে দাঁড়াতে হবে। মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাবো এবং দেশনেত্রীকে মুক্ত করব।’

এদিকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল সমাবেশ ঘিরে পল্টন ও এর আশপাশের এলাকায়। সমাবেশ থেকে যেন কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য এই প্রস্তুতি বলে জানান মতিঝিল বিভাগের উপ-কমিশনার আ. আহাদ। তিনি বলেন, ‘সড়কের ওপর সমাবেশ হওয়ায় সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ। বিপরীত পাশের সড়কে অল্প কিছু যান চলাচল করছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন আছে। সাদা পোশাকেও গোয়েন্দারা আছেন।’

সমাবেশে বিএনপি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা অংশগ্রহণ করছে। ফকিরাপুল থেকে কাকরাইলের দিকে যাওয়ার উভয় পাশের সড়ক জমায়েতে পরিপূর্ণ ছিল। সমাবেশে দুপুর আড়াইটা পর্যন্ত মিছিলে নেতাকর্মীরা এসে যোগ দেন। এ সময় অংশগ্রহণকারী অনুসারীরা খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশে উপস্থিত হতে দেখা যায়।

রফিকুল আলম মজনু ও আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারাদেশের অন্তত ৮টি শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে পল্টন ও আশপাশের এলাকায় যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ