খুরুশকুলের মুজিবুল হক হত্যার আসামী সেলিম কারাগারে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২১-১২-০৫ ১৮:০৫:২৩

খুরুশকুলের মুজিবুল হক হত্যার আসামী সেলিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের খুরুশকুলে জমি বিরোধের শালিসে আপন ভাতিজা সেলিম উদ্দিনের হাতে চাচা মুজিবুল হক খুন হওয়ার ঘটনায় প্রধান আসামী সেলিম উদ্দিনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (০৫ ডিসেম্বর) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে ,এমনটি জানিয়েছেন মামলার বাদী ও মৃত মুজিবুল হকের স্ত্রী হানিফা ইয়াসমিন রুনা।

তিনি তার স্বামী হত্যাকারী প্রধান আসামী সেলিম উদ্দিন সহ হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রসঙ্গত, এবছরের ২৮ জানুয়ারি কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় আপন ভাতিজার আকষ্মিক এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। আহতাবস্থায় মুজিবুল হককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

এরপর দিন নিহতের স্ত্রী হানিফা ইয়াসমিন রুনা বাদী হয়ে সেলিম উদ্দিনকে (৩৭) প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

মামলায় বাকি আসামীরা হলেন, ২নং আসামী শাকিত হোসেন ,৩নং মাহমুদুল হক পুতু(৩৫),৪নং সজীব পাল(৪৫), ৫নং দিলদার মিয়া(৩০),৬নং নুর হোসেন(৩০)। যার মধ্য ৩নং এবং ৪নং আসামী জামিনে আছে এবং ২,৫ ও ৬নং আসামী পলাতক রয়েছে ।

আরো সংবাদ