গাজায় ইসরায়েলি বর্বরতা, ৯ শিশুসহ ২৪ ফিলিস্তিনি নিহত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৫-১১ ১৬:৫৪:৪৩

গাজায় ইসরায়েলি বর্বরতা, ৯ শিশুসহ ২৪ ফিলিস্তিনি নিহত

ফাইল ছবি @ নিউজ ডেস্ক :  আল-আকসায় উত্তেজনাকে কেন্দ্র করে এবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে ৯ শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনির। আহত আরো শতাধিক। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, ৪ দিনে আল আকসায় ইসরাইলি বর্বরতায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০তে।

লাইলাতুল কদরে মসজিদুল আকসায় ইসরাইলি বর্বরতা থেকে বাদ যায়নি শিশুরাও। বারবার এমন নির্মমতা দেখলেও চুপ থেকেছে বিশ্বমোড়লরা।

আল-আকসায় নির্যাতনের প্রতিবাদে জেরুজালেমের ইসরাইলি ঘাঁটিতে রকেট হামলা চালায় হামাস। গাজায় পাল্টা বিমান হামলা করে ইসরাইলি মিলিটারি।

হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুপক্ষকেই শান্ত থাকার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,মিশর, কাতার ও  ইউরোপীয় ইউনিয়ন। আর এ বিষয়ে জরুরি বৈঠকের পরও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এদিকে, জেরুজালেমে হামলাকারীদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘জেরুজালেমে হামলা করে রেড লাইন অতিক্রম করেছে হামাস। ইসরায়েলে মাটি ও মানুষের উপর এমন হামলা সহ্য করা হবে না। এজন্য তাদেরকে কঠোর মূল্য দিতে হবে।’ছয় দশক ধরে চলমান ইসরাইল-ফিলিস্তিন এই দ্বন্দ্বের সমাধান কবে হবে এখনও অজানা। সূত্র- চ্যানেল ২৪

আরো সংবাদ