চকরিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৮ মে ২০২৪ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-১২-২১ ১৪:৪২:৪০

চকরিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

নিজস্ব   প্রতিবেদক :  কক্সবাজারের চকরিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় ও চকরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চকরিয়া উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ডায়মন্ড ব্রিকস (ডিবিএম) নামে ১টি ইটভাটার মালিককে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ