চকরিয়ায় সালিস বৈঠকে এসে হতাহত ৪ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০১-২৩ ১৪:৫৬:৪৪

চকরিয়ায় সালিস বৈঠকে এসে হতাহত ৪

চকরিয়া প্রতিনিধি :  কক্সবাজারের চকরিয়ায় সালিসি বৈঠকে এসে মোহাম্মদ বদন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও গুরুতর হয়েছেন ৩ জন। রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। তিনি বদরখালী ইউনিয়নের ঠুটিয়া পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কার্যালয়ে সালিস বৈঠক ছিল। জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ নিরসনের জন্য মোহাম্মদ বদন ও তাঁর ভাইয়েরা উপস্থিত হন। সেখানে প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মো. ছোটন, মো. সাগর ও মো. রাজিবও হাজির হন। এসময় এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দা ও ছুরি নিয়ে হামলা চালায়। এতে এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মো. বদন ও তাঁর তিন ভাই। ঘটনাস্থলেই বদনের মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ ওসমান গণি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ