চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মোহম্মদ আলী আর নেই - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ৩ মে ২০২৪ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০৬-২৫ ০৫:২৮:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মোহম্মদ আলী আর নেই

নিউজ ডেস্ক :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মোহম্মদ আলী বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.. রাজেউন)। অধ্যাপক ড. মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা অধ্যাপক মোহম্মদ আলী ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্টাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তাঁর স্ত্রী খালেদা আকতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মো. আবদুল করিম ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শুক্রবার বাদ জুমা চাঁদগাঁও বি ব্লক কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। চবি অ্যালামানাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ