ছাত্রী নিখোঁজ, শিক্ষকরা বলছেন ‘জিনে নিয়ে গেছে’! - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-২০ ০০:১২:৪৫

ছাত্রী নিখোঁজ, শিক্ষকরা বলছেন ‘জিনে নিয়ে গেছে’!

রাজধানীর পল্লবী থেকে নাজমুন আক্তার (১৩) নামে এক মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ৩১ আগস্ট ওই ছাত্রী নিখোঁজ হওয়ার পর তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। মাদরাসা কর্তৃপক্ষের কাছে তার পরিবার মেয়ের খোঁজ চাইলে তারা জানায়, মেয়েটিকে জিনে নিয়ে গেছে। মেয়েটির বাড়ি মিরপুরের শাহ্ আলীবাগে। সে চার বছর ধরে বাউনিয়া বাঁধ জামিয়া ফোরকানিয়া তালিমিয়া মহিলা মাদরাসায় পড়াশোনা করছিল।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মেয়েটির বাবা মো. শরীফ উল্লা ও মা শিল্পী আক্তার।
সংবাদ সম্মেলনে শরীফ উল্লাহ বলেন, ‘চার বছর ধরে আমার মেয়ে পল্লবীর বাউনিয়াবাদ জামিয়া ফোরকানিয়া তালিমিয়া মহিলা মাদরাসায় পড়ছে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত ৮ আগস্ট তাকে ছুটিতে বাসায় নিয়ে আসি। আর ২৭ আগস্ট ছুটি শেষে তাকে আবার মাদরসায় দিয়ে আসি। ৩১ আগস্ট মাদরসা থেকে ফোন করে আমাকে জানানো হয়, মেয়েকে পাওয়া যাচ্ছে না। এরপর আমি মাদরসা গেটে গিয়ে নিরাপত্তা কর্মীর কাছে মেয়ের খবর জানতে চাই। সে জানায়, আমার মেয়েকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
‘এরপর আমি মাদরসার হুজুর ও আপাকে ফোন দেই। তারা একেক সময় একেক কথা বলছেন। প্রথমে বলেন, গেটে বাবার সঙ্গে দেখা করতে গিয়ে আর আসেনি। আবার জানায়, আমার মেয়ের সঙ্গে জিন আছে। তাকে জিনে নিয়ে গেছে। আবার বলে সে অসুস্থ। মাথা ঘুরে সিঁড়িতে পড়ে গেছে। এভাবে তারা একেকবার একেক তথ্য দিচ্ছেন। কোনও নির্দিষ্ট তথ্য দিতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘১ সেপ্টেম্বর আমি পল্লবী থানায় একটি জিডি করি। তবে এখনও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এরমধ্যে কয়েকটি নম্বর থেকে আমার কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়েছে। আমি আমার মেয়েকে উদ্ধারে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।’
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনার পর থেকে মেয়েটিকে উদ্ধারে কাজ করছি। মাদরাসা কর্তৃপক্ষের অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। বাচ্চাদের নিরাপত্তার দায়িত্ব মাদরাসা কর্তৃপক্ষের। আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি। তবে এখনও তেমন কোনও আপডেট নেই।’

আরো সংবাদ