জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-০২ ১২:৫৯:৩১

জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত

জসিম সিদ্দিকী কক্সবাজার: “উন্নয়নে এগিয়ে” এ প্রতিপাদ্যে আগামী ১৭-২২ ফেব্রুয়ারী কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজ্যম পার্ক-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প। ২ ফেব্রুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্কাউট ক্যাম্পটি সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা-র এক্সিকিউটিভ চেয়ারম্যান ও জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প সাংগঠনিক কমিটির সভাপতি পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও স্কাউটসের জাতীয় কমিশনার আখতারুজ্জামান খান কবির, জাতীয় কমিশনার কাজী নাজমুল হক, জাতীয় কমিশনার আতিকুজ্জামান রিপন, নির্বাহী পচিালক আরশাদুল মোকাদ্দিস, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো: ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,স্কাউটসহ আইন-শৃংখলাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্কাউট ক্যাম্পটি সুষ্ঠভাবে সফল করতে যানবাহন সুবিধা, সুপেয় পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সকল বিষয়ের উপর আলোকপাত করা হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে বাংলাদেশ ছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলংকা, নেপালসহ বিভিন্ন দেশের প্রায় দুই হাজার পাঁচশোর অধিক স্কাউট, রোভার স্কাউট অংশগ্রহণ করবে বলে জানানো হয়।

আরো সংবাদ