জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ২৮ জুলাই - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৭-২৫ ১৩:৩৯:০৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ২৮ জুলাই

নিউজ ডেস্ক : ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ জুলাই বিকেল ৪ টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদনের শেষ সময় ১৪ আগস্ট রাত ১২ টা। রোববার (২৪ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ঢুকে।

এছাড়া, কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগামী ১৬ আগস্টের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে প্রাথমিক আবেদন ফি। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন (www.nu.ac.bd/admissions) ওয়েবসাইটে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে অনলাইনে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটি করোনাকালে সেশনজট কমিয়ে আনতে এ সিদ্ধান্ত নিয়েছে। গত ১২ জুলাই অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

আরো সংবাদ