জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-২৯ ১৭:৪১:২২

জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

বলরাম দাশ অনুপম: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা আইনজীবি সমিতি প্রাঙ্গনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭১৩ জন ভোটারের মধ্যে মোট ভোটাধিকার প্রয়োগ করেন ৬৭৫ জন ভোটার। ভোটগ্রহণ ও গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।

ঘোষিত ফলাফলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং ৮টি পদে বিজয়ী হয়েছেন আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা। নির্বাচিতরা হলেন-সভাপতি আ.জ.ম মঈন উদ্দিন (প্রাপ্ত ভোট-৩৮৫), সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাদেক উল্লাহ (প্রাপ্ত ভোট-৩৪৩), সহ-সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন (প্রাপ্ত ভোট-৩২৪), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ (প্রাপ্ত ভোট-৩৬৩), সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট হোসেন রাহাত ফিরোজ (প্রাপ্ত ভোট-৩৬৪), সহ-সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন (প্রাপ্ত ভোট-৩৩৪), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু (প্রাপ্ত ভোট-৩৫৯), আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট কুতুব উদ্দিন (প্রাপ্ত ভোট-৩৬৫), সদস্য পদে যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক (প্রাপ্ত ভোট-৩৪৮), অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী (প্রাপ্ত ভোট-৩৪৮), অ্যাডভোকেট রফিক উদ্দিন (প্রাপ্ত ভোট-৩১৮), অ্যাডভোকেট নাহিদা খানম কক্সী (প্রাপ্ত ভোট-৩১৭), অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী (প্রাপ্ত ভোট-৩৮৫), অ্যাডভোকেট ছৈয়দ আলম-২ (প্রাপ্ত ভোট-৩৭৭), অ্যাডভোকেট আবুল কাসেম মোহাম্মদ জুনাইদ (প্রাপ্ত ভোট-৩৭২), অ্যাডভোকেট নাজিম উদ্দিন (প্রাপ্ত ভোট-৩২৫), অ্যাডভোকেট সব্বির আহমদ (প্রাপ্ত ভোট-৩২০)।

আরো সংবাদ