জেলা সদর হাসপাতালে ফার্মাকোভিজিল্যান্স ওয়ার্কশপ অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৮-২৫ ১৩:৩২:৩৮

জেলা সদর হাসপাতালে ফার্মাকোভিজিল্যান্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা সদর হাসপাতালে ফার্মাকোভিজিল্যান্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর এর আয়োজনে ÒPharmacovigilance and AEFI monitoring” বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, USAID MTaPS এতে কারিগরী সহায়তা প্রদান করেন।

উক্ত ওয়ার্কশপে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোমিনুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সদর হাসপাতালের RMO এবং ফার্মাকোভিজিল্যান্স ফোকাল পয়েন্ট ডাঃ মোঃ আশিকুর রহমান।

কর্মশালায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, কনসালটেন্টসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ, নার্স ও ফার্মাসিস্ট এবং ডিজিডিএ পরিচালক মির্জা মোঃ আনোয়ারুল বাসেদ এবং ন্যাশনাল ফার্মাকোভিজিল্যান্স সেন্টার এর কর্মকর্তাবৃন্দ, USAID MTaPS এর কর্মকর্তাবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র SIMO ডাঃ মেহজাবিন, কক্সবাজার জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়ার্কসপে বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজ এর দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ আইয়ুব আলী, অধ্যাপক ডাঃ মোঃ ফরহাদ হোসেন, ডিজিডিএ পরিচালক মির্জা মোঃ আনোয়ারুল বাসেদ, কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোঃ আলমগীর, সদর উপজেলার UH&FPO ডাঃ মোঃ আলী এহসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র SIMO ডাঃ মেহজাবিন, USAID MTaPS এর কান্ট্রি প্রোজেক্ট ডিরেক্টর ডাঃ এস এম আবু জাহিদ, নার্সিং সুপারভাইজর চম্পক রায় চৌধুরী প্রমুখ।

ফার্মাকোভিজিল্যান্স সিস্টেম এর উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিজিডিএ উপরিচালক ও ন্যাশনাল ফাম্যাকোভিজিল্যান্স সেন্টার এর ফোকাল পয়েন্ট ড. মোঃ আকতার হোসেন এবং সহকারী পরিচালক মাহবুব হোসেন।

ঔষধ বা ভ্যাকসিন ব্যবহারের ফলে কারও শরীরে কোন পার্শ্ব বা বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হলে তা মনিটরিং এর আওতায় এনে ঔষধ বা ভ্যাকসিনকে অধিকতর নিরাপদ করার বৈজ্ঞানিক কার্যক্রম ফার্মাকোভিজিল্যান্স নামে পরিচিত।

দেশের সকল হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল কোম্পানী ও জনস্বাস্থ্য কর্মসূচীতে ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম পরিচালিত হওয়া প্রয়োজন। যে কোন ঔষধ বা ভ্যাকসিন ব্যবহারের পর কারও দেহে কোনো বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হলে নিকটস্থ ডাক্তার, নার্স বা ফার্মাসিস্ট এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরে রিপোর্ট করতে পারেন।

ঔষধের বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করার জন্য নির্দিষ্ট ফরম ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া আছে। সকল হেল্থকেয়ার প্রফেশনালস্ আন্তরিকভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতঃ বেশি বেশি রিপোর্ট করলে ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম ঔষধের নিরাপদ ব্যবহার ও রোগীর নিরাপত্তা বিধানে কার্যকর ভূমিকা রাখেবে বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।

আরো সংবাদ