জেলেদের প্রশিক্ষণ ও লাইফ জ্যাকেট বিতরণ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-১০-২৩ ০৭:০৬:১৪

জেলেদের প্রশিক্ষণ ও লাইফ জ্যাকেট বিতরণ

জেলেদের প্রশিক্ষণ ও লাইফ জ্যাকেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ৬০ জন মৎস্যজীবী জেলেদের লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। রবিবার জেলা মৎস্য কর্মকর্তা জনাব বদরুজ্জামান মাঝিদের লাইফ জ্যাকেট বিতরণ করেন।

এর আগে লাইফ জ্যাকেট গ্রহণকারীদের চলতি মাসের ১৪, ১৫ ও ২১,২২ তারিখে দুইটি ব্যাচে “সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ আচরণবিধি অনুশীলন” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে সদর উপজেলার এডিবি মৎস্য হ্যাচারীতে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, উপেজলা সম্প্রসারণ কর্মকর্তা (চিংড়ি) এনায়েত উল্যাহ, ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহযোগী মুহাম্মদ আরিফুর রহমান, গবেষণা সহকারী ইলিয়াস ইবনে কবীর ও ফাহমিদা সুলতানা প্রশিক্ষণ প্রদান করেন।

আরো সংবাদ