ঝিলংজা বনভূমি : পানিসম্পদ সচিবসহ দুজনকে নোটিশ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৫-১০ ১৯:৫৮:৪৭

ঝিলংজা বনভূমি : পানিসম্পদ সচিবসহ দুজনকে নোটিশ

নিউজ  ডেস্ক :  কক্সবাজারের ঝিলনজা মৌজার পরিবেশগত সংকটাপন্ন এলাকায় নির্মাণ প্রকল্পের কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে পানিসম্পদসচিব ও কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আজ মঙ্গলবার জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ওই নোটিশ পাঠান।

পরে মনজিল মোরসেদ  বলেন, কক্সবাজারের সমুদ্রতীর ও ঝিলনজা মৌজার পরিবেশগত সংকটাপন্ন এলাকায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড স্থাপনা নির্মাণের প্রকল্প নিয়ে তা কার্যকর করতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখতে হবে ও ঝিলনজা মৌজার পরিবেশগত সংকটাপন্ন এলাকায় স্থাপনা নির্মাণ করা যাবে না।

এরপরও ওই এলাকায় প্রকল্প নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা আদালত অবমাননার শামিল। প্রকল্প নির্মাণ কার্যক্রম ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ না করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। সূত্র-  প্রথম আলো

আরো সংবাদ