টেকনাফের ইউএনওকে ওএসডি করতে নির্দেশ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৭-২৫ ১৩:০১:২৭

টেকনাফের ইউএনওকে ওএসডি করতে নির্দেশ

নিউজ  ডেস্ক  :  নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদকে অশালীন ভাষায় গালাগালি করা টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, তাকে (টেকনাফের ইউএনও) এসডি করার নির্দেশ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে শিরোনামে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওই দিন রাতে ঢাকা পোস্টের প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদকে টেকনাফের ইউএনও আশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

সেই কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন ইউএনও। পরদিন শুক্রবার এ ঘটনার জন্য ইউএনও সাংবাদিক নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন।

এদিকে, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের নেতৃত্বে সেদিনের সার্কিট হাউজের বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকতা কায়সার খসরুকেসহ দুই জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও এ ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক। সোমবার (২৫ জুলাই) সকালে এই নোটিশ জারি করেন জেলা প্রশাসন। নোটিশ জারির হওয়ার পরবতী ৭ দিনের মধ্যে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, ইউএনওর আশালীন আচরনের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছে হাইকোর্ট। আদালত বলেছেন, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য ও আপত্তিকর। কোনো রং হেডেড ব্যক্তি ছাড়া এ ধরনের ভাষা কেউ ব্যবহার করতে পারেন না। রোববার (২৪ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করা হয়।

আরো সংবাদ