টেকনাফে আইস-ইয়াবাসহ রোহিঙ্গা আটক - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২২-০৫-০৯ ১৩:০৯:৫৯

টেকনাফে আইস-ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব  প্রতিবেদক :  কক্সবাজারের টেকনাফে আইস-ইয়াবাসহ সাকের আলী নামে ২২ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি। সোমবার (৯ মে) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওমরখাল সংলগ্ন নাফনদী দিয়ে মাদকের চালান নিয়ে সাঁতার কেটে আসার সময় তাকে আটক করা হয়। আটককৃত সাকের আলী হ্নীলা ইউনিয়নের মোচনী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-বøকের বাসিন্দা কালু মিয়ার ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ওমরখাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করেন বিজিবি সদস্যরা। ভোরে নাফনদী দিয়ে একজনকে সাঁতার কেটে আসতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি টহল দল। এ সময় পালানোর চেষ্টা করলে সাকের আলীকে আটক করা হয়।

পরে তার কোমরে গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের বাজারমূল্য পাঁচ কোটি ৬০ লাখ টাকা। আটককৃত রোহিঙ্গা সাকের আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরো সংবাদ