টেকনাফে ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০৫-১৪ ০৭:৫৯:৩০

টেকনাফে ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আটক

কক্সবাজার কন্ঠ : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গোকে আটক করেছে র্যাব ১৫। ১৩ মে রাত আট টার দিকে টেকনাফ কক্সবাজার মহাসড়কের সায়েরং ব্রীজের উত্তর পশ্চিম পাশ সংলগ্ন খালি জায়গা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, কিছু লোক ওই স্থানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালানা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিক ফরিদ আলম (২৮) পিতা- ছলিমুল্লাহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, জাফর আলম (২৮), পিতা-ছৈয়দ হোসেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, আবু তাহের (২৪) পিতা- আবদুর রকিম, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, বশির আহমদ (২০) পিতা -দবির আহমদ, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, মোঃ জুবায়ের (২৫) পিতা- মোঃ জসিম নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, নুর কবির (২৫), পিতা- আবুল হোসেন (২৯) নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এবং আবুল হাসিম পিতা- দুদু মিয়াকে আটক করে র্যাব। এ সময় অজ্ঞাতনামা আরো কয়েকজন মাদক কারবারী পশ্চিম পার্শ্বের পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ধৃতদের দেহ তল্লাশী করে ৩ হাজার ৫শ ইয়াবা উদ্ধার করা হয়।
১৪ মে দুপুরে র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৭ লক্ষ ৫০ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ