টেকনাফে কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প শুরু - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০২-১৭ ২০:২৫:১০

টেকনাফে কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প শুরু

নিউজ ডেস্ক: উন্নয়নে এগিয়ে’ শীর্ষক শিরোনামে কক্সবাজারের টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এই ক্যাম্পে মুক্ত স্কাউট ও রোভার সদস্য, স্কাউট, স্কাউটার, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট, রোভার স্কাউটসহ ভারত, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দুই হাজার ৮০০ জন স্কাউট অংশ নিচ্ছে।[the_ad id=”36442″]

ক্যাম্পে থাকবে ১১টি মিশন ও নানা বর্ণিল অনুষ্ঠান। ভাষাশহীদ বরকত, আবদুল জব্বার, রফিক উদ্দিন আহমেদ ও আবদুস সালামের নামে থাকবে চারটি সাব-ক্যাম্প। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও ভূমিমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

গতকাল সোমবার কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা স্কাউট সভাপতি ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন এসব তথ্য জানান। এ সময় বাংলাদেশ স্কাউটসের ডেপুটি ন্যাশনাল কমিশনার মো. আফিফুজ্জামান বলেন, পর্যটন সম্ভাবনাকে সমুজ্জ্বল করতে নয়নাভিরাম কক্সবাজারের সৈকতের পাশের সাবরাং ট্যুরিজম পার্কে দেশি-বিদেশি স্কাউটসের পাঁচ দিনের মিলনমেলা বসবে।[the_ad_placement id=”after-image”]

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সন্ধ্যা সাড়ে ৫টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিচ ফেস্টিভাল, ২০ ফেব্রুয়ারি ভিলেজ ক্যাম্পফায়ার, ২১ ফেব্রুয়ারি রোভার পল্লী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, ২২ ফেব্রুয়ারি গ্র্যান্ড ক্যাম্পফায়ার ও সমাপনী।

আরো সংবাদ