টেকনাফে চলছে কঠোর লকডাউন - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২১-০৫-২১ ০৫:৪৯:২৪

টেকনাফে চলছে কঠোর লকডাউন

চ্যালেঞ্জ রেখেই কাল থেকে উঠছে লকডাউন

নিজস্ব প্রতিবেদক :  করোনা শনাক্ত বৃদ্ধির জেরে কক্সবাজারের টেকনাফে ১০ দিনের কঠোর লকডাউন ঘোষণা করছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত এই কড়াকড়ি বলবৎ থাকবে। কক্সবাজার জেলা প্রশাসনের সিদ্ধান্তে এ লকডাউন বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকা হওয়ায় টেকনাফে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষের আগমন হচ্ছে। কয়েক দিন ধরে টেকনাফে করোনা শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফে ১০ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারভেজ চৌধুরী আরও বলেন, লকডাউন চলাকালে কেউ টেকনাফ উপজেলার বাইরে যেতে পারবে না যেমন, তেমনই বাইরে থেকে কেউ টেকনাফে ঢুকতে পারবে না। লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাইকিং করে বিষয়টি জনসাধারণকে অবহিত করা হয়েছে।

আরো সংবাদ