টেকনাফে দেড় লক্ষ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০১-০৬ ১১:৪৪:০৭

টেকনাফে দেড় লক্ষ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারে র‌্যাব সদস্যরা দেড় লক্ষ ইয়াবাসহ টেকনাফ ন্যাচার পার্ক ক্যাম্পের দুই রোহিঙ্গাকে আটক করেছে। টেকনাফের জাদিমোরা ওমর খাল পয়েন্ট দিয়ে ইয়াবার চালান খালাসের সময় তাদেরকে আটক করা হয়। র‌্যাব টেকনাফ সিপিসি-১ ক্যাম্প কোম্পানী কমান্ডার মির্জা শাহেদ মাহতাব লে. (এক্স) পিপিএম বিএন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ৬ জানুয়ারী মধ্যেরাতে র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল জাদিমোরা ওমর খালের পশ্চিমে মাদকের চালান খালাসের গোপন সংবাদের ভিত্তিতে ওমর খাল ব্রীজের পাশে নিচু স্থানে অবস্থান নেয়।[the_ad id=”36442″] কিছুক্ষণ পর ওই পয়েন্ট দিয়ে কয়েকজন মাদক চোরাকারবারী মাদকের চালান নিয়ে আসার সময় অভিযান চালিয়ে ইয়াবার বস্তাসহ দমদমিয়া ন্যাচার পার্ক ২৭নং ক্যাম্পের ‘ডি’ ব্লকের ফজল হকের পুত্র আব্দুল লতিফ (২২) এবং হোসেন আহমদের পুত্র মোঃ জাবেদ ইকবালকে (৩০) হাতে-নাতে আটক করে। পরে ইয়াবা গণনা করে সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

আরো সংবাদ