টেকনাফে পাচারের উদ্দেশ্যে আনা ৬ রোহিঙ্গা উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০৫-১০ ১৮:০৮:১৪

টেকনাফে পাচারের উদ্দেশ্যে আনা ৬ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফে পাচারের উদ্দেশ্যে আনা ৬ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি :  বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা নারী ও শিশুসহ ৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়।

আজ সোমবার (১০ মে) বিকাল ৩টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৪ জন রোহিঙ্গা নারী ও ২ জন শিশুকে টেকনাফ থানাধীন কচ্ছপিয়া (বড় ডেইল, জাহাজপুরা) এলাকার মানবপাচার চক্রের মূল হোতা শফিউল্ল্যার বসতবাড়ি হতে উদ্ধার করে।

এ সময় মানবপাচার চক্রের সদস্য মো. নুরুল আমিনকে (৩০) আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার (বড় ডেইল, জাহাজপুরা) আলী চাঁদের ছেলে। টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরো সংবাদ