তাপমাত্রা কমে যাওয়ায় সৈকত পাড়ে পর্যটকের ভিড় - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১০-২৬ ০৯:০৮:৪০

তাপমাত্রা কমে যাওয়ায় সৈকত পাড়ে পর্যটকের ভিড়

নিজস্ব প্রতিবেদক  :  তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় লেগেছে। সৈকতের ৬টি পয়েন্টে পর্যটকে ভরে গেছে। পরিলক্ষিত হচ্ছে শীতের আমেজ। ইতোমধ্যে হোটেল-মোটেল জোনের অধিকাংশ হোটেলেই অবস্থান করছেন বিপুল সংখ্যক পর্যটক। পর্যটন কেন্দ্রীক বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা। কক্সবাজারের ছোট বড় মিলে প্রায় ৫০০টি হোটেল মোটেল ইতিমধ্যে ৮০ শতাংশ পূর্ণ হয়ে গেছে।

গত এক সপ্তাহ ধরে হালকা শীত পড়ার পরপরই পর্যটন নগরী কক্সবাজারে বাড়ছে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা। শীত মৌসুমে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্াস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর তাদের উল্লাসে এখন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। গত কয়েকদিনের হিসেব মতে, কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেছে প্রতিদিন ৩০ হাজারের বেশি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসায় চাঙ্গাভাব।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের কারণে অনেক পরেই শীতের আগাম বার্তা পাওয়া যাচ্ছে। নভেম্বরের শুরুতে শীতের মাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে গরম স্বস্থি পর্যায়ে হওয়ায় কক্সবাজারে বাড়তে শুরু করেছে পর্যটক। অধিকাংশ হোটেল-মোটেলে কোনো রুম খালি নেই। সরকারি নির্দেশনা মোতাবেক ৫০ শতাংশ আসন খালি রেখে আগত পর্যটকদের সামাল দেয়া সম্ভব নয় বলে জানালেন হোটেল-মোটেল মালিক সমিতির নেতৃবৃন্দরা।

প্রাপ্ত তথ্যমতে, গত ১৯ আগস্ট থেকে কক্সবাজারের পর্যটন খুলে দেয়া হলেও ১৭ আগস্ট থেকেই আসতে শুরু করে পর্যটক। অপরদিকে যোগাযোগ সমস্যা হওয়ায় পর্যটক না আসায় কক্সবাজার শহরের প্রধান সড়কে অবস্থিত হোটেলের প্রায় কক্ষ খালি রয়েছে। যার ফলে চাপ বেড়েছে হোটেল-মোটেল জোন এলাকায়।

 

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার জানিয়েছেন, মৌসুমের শুরুতে আশানুরূপ সাড়া পাচ্ছি। এই সময়ে যা পর্যটকের আগমন ঘটেছে এতেই আমরা সন্তুষ্ট। ৫০ শতাংশ আসন খালি রেখে পর্যটক সমাল দেয়া কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া করোন পরিস্থিতিও এখন ভালোর দিকে। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছি।

রেইন ভিউ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুকিম খান জানিয়েছেন, শীতের আমেজ শুরু হওয়ার পর থেকে পর্যটকের আগমন বেড়েছে। এছাড়া অধিকাংশ রুমই এখন অগ্রীম বুকিং হয়ে যাচ্ছে। দীর্ঘ লকডাউনে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। লকডাউনেই চলে গেছে ৪টি ঈদ ও নববর্ষ। আমরা এই মৌসুমটা ভালোমত ব্যবসা করতে চাই।

এদিকে পর্যটক বাড়ার সাথে সাথে সবকিছুর চাহিদা বেড়েছে পর্যটন এলাকায়। আশার আলো দেখতে পাচ্ছে ব্যবসায়ীরা। মাংস ব্যবসায়ী আবদুর রহিম জানিয়েছেন, শীতের আমেজ শুরু হওয়ায় ইতোমধ্যে আমরা বিপুল পরিমাণ বিনিয়োগ করেছি বিভিন্ন হোটেল-মোটেল ও রেস্টুরেন্টে। ব্যবসা আবার শুরু হওয়ায় আমরা খুশী।

সুগন্ধা পয়েন্টে মালাই চা বিক্রেতা আজিজুল রহমান জানান, আমরা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করি। এখন ভালোই ব্যবসা হচ্ছে। প্রতিদিন লোক বাড়ছে পর্যটন এলাকায়। পর্যটক বাড়লে ব্যবসায়ও ভালো হয়।

এদিকে পর্যটক সমাগমের কারণে সৈকতে নিরাপত্তা বৃদ্ধি করেছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সাকের আহমদ জানান, ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যবিধি না মেনে চলার উপরও নজরারি বাড়িয়েছে ট্যুরিস্ট পুলিশ।

আরো সংবাদ