তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, জানা নেই হিট অফিসারের - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০৪-২১ ০১:১৩:৫৯

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, জানা নেই হিট অফিসারের

আবারও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

নিউজ ডেস্ক :  এ যেন মরুদ্যানের উত্তাপ। ঘরের বাইরে এলেই যেন ঝলসে যাচ্ছে শরীর। ঘরেও অস্বাভাবিক গরম। বাংলাদেশের মানুষের জন্য এ এক অসহনীয় অবস্থা। অনেকেরই প্রশ্ন, এ কী পশ্চিমা লু হাওয়া? বিশেষজ্ঞরাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না এ প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বলে কথা।

অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা উজাড় ও জলাধার কমে যাওয়ার পাশাপাশি এল নিনোর প্রভাবে এ বছর বৈশ্বিক উষ্ণতা বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।

 

মরু অঞ্চলের দুবাইতে প্রবল বৃষ্টি হচ্ছে, বিপরীতে বাংলাদেশে তাপপ্রবাহ বইছে, এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সার্বিকভাবে এটা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে হচ্ছে। আমাদের দেশে চৈত্র মাসে স্বাভাবিকভাবে একটু বেশিই গরম পড়ে। এখন আরেকটু বেশি পড়ছে।’

কেন এত তাপমাত্রা

দেশে কেন বেশি গরম পড়ছে; সেই ব্যাখ্যা দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘আমাদের দেশটা উন্নত হচ্ছে। যে কারণে মাটির অংশ, গাছপালার অংশ দিন দিন কমছে। এতে আলো শোষণ করার ক্ষমতা কমে যাচ্ছে। ফলে তাপমাত্রার পরিমাণ বাড়ছে।’

‘সাধারণ কথা হলো, আমাদের যে স্বাভাবিক মাটি, ঘাস কিংবা গাছপালা আছে, সেটা আমরা কমিয়ে ফেলছি। এতে সূর্যের আলোর প্রতিফলন হয়ে তাপমাত্রা বেড়ে গেছে,’ যোগ করেন তিনি।

এই তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য নগরায়ণকেও দায়ী করছেন অধ্যাপক আবদুস সালাম। তিনি বলেন, ‘এখানে যে বিভিন্ন দূষণ হচ্ছে, বিভিন্ন শিল্প-কারখানা হচ্ছে, সেখান থেকে দূষণ আসছে। গরম বাড়ার জন্য সেটাও কিছুটা দায়ী।’

‘বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যেখানে আগে অনেক জলাশয় ও গাছপালা ছিল, সেখানে এখন বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে। আর এগুলো হচ্ছে অপরিকল্পিতভাবে। এতে তাপ ধরে রাখার ক্ষমতা কমে গেছে।’

তিনি বলেন, ‘তাপমাত্রা বেড়ে যাওয়ার আরও একটি কারণ হচ্ছে, এই সময় আমাদের যে বাতাসটি আসে, সমুদ্রের দিক থেকে আসা এই বাতাস আগে তুলনামূলকভাবে শীতল ছিল, কিন্তু এখন উষ্ণ বাতাসটা এখানে নিয়ে আসছে। এটাকে বলা হয়, এল নিনো।’

এল নিনোর প্রভাবে কী হচ্ছে

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ‘এল নিনো বলতে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বা মধ্য ও পূর্ব ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড় মানের চেয়ে বেড়ে যাওয়াকে বোঝায়।’

‘সমুদ্র উপরিভাগের বায়ু- যেটা সাধারণত বিষুবরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়- সেটা দুর্বল হয়ে পড়ায় কিংবা অন্যকোনো কারণে ভিন্ন দিক থেকে প্রবাহিত হয়। অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এল নিনো হলে বিশ্বজুড়ে আবহওয়ার যে স্বাভাবিক ধরন, সেটা বদলে যায়’, বলছে ইউএসজিএস।

সাধারণত দুই থেকে সাত বছরের মধ্যে এল নিনো হয়। ৯ মাস থেকে দুই বছর পর্যন্ত এটা চলতে পারে। এল নিনোর বছরগুলোতে তাপমাত্রা প্রায় শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। লা নিনোর সময়ে প্রায় একই পরিমাণে হ্রাস পায়।

বাংলাদেশের এই তাপপ্রবাহের পেছনে এল নিনোও ভূমিকা রাখছে বলে জানিয়েছেন আবদুস সালাম। গেল দুই দশকেরও বেশি সময় ধরে জলবায়ু ও পরিবেশ দূষণ নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

তার মতে, দুবাইতে যে বৃষ্টি হচ্ছে, সেটাও জলবায়ু পরিবর্তনের প্রভাব। দুনিয়াজুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় বেড়ে যাচ্ছে, যেখানে বৃষ্টি হওয়ার কথা না, সেখানে বৃষ্টি হচ্ছে। আবার মরুভূমির অনেক জায়গায় গাছপালা গজাচ্ছে। উপগ্রহের ছবি দেখলে স্পষ্ট বোঝা যায়।

রাতারাতি সমাধান নেই, জানালেন হিট অফিসার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন এই প্রতিবেদককে বলেন, ‘এত গাছকাটা হয়েছে, এত সড়ক ও ভবন তৈরি করা হয়েছে, সবকিছু শেষ করে দেয়া হয়েছে পরিবেশের। কাজেই এই সমস্যার সুরাহা রাতারাতি হবে না।’

‘তবে আমরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারি। আর অন্যান্য সংস্থার সঙ্গে সহযোগিতা করে যতটুকু সম্ভব সবুজ অবকাঠামো ও পানির সহজলভ্যতা নিশ্চিত করতে পারি।’

এছাড়া পলিসিতেও পরিবর্তন আনতে হবে বলে মনে করেন তিনি। বুশরা আফরিন বলেন, ‘যাতে আর গাছ না কাটা হয়, যাতে আর অপরিকল্পিত নগর গড়ে না ওঠে। প্রফিট-ওরিয়েন্টেড (মুনাফাভিত্তিক) মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘এটা একদিনে সমাধান করা সম্ভব না। অনেক বছর ধরেই এই দাবদাহ হচ্ছে। যেভাবে এই শহর গড়ে উঠেছে, তাতে আগে থেকেই এমন কিছু হওয়ার কথা ছিল। এমন কিছু হতোই। তবে মানুষ এখন এই তাপ নিয়ে ভাবছে, এটা ভালো দিক। এটা আমাদের একটা শিক্ষা দিয়েছে।’

‘সবার আগে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা ও মানুষ যেখানে থাকেন- বিশেষ করে বস্তি এলাকায়- তাদের ওখানে তো বিদ্যুৎও থাকে না। ছোটো ছোটো ঘরে তারা বাস করেন। বাড়িওয়ালাদের কোনো নিয়মনীতি নেই, ভাড়া বাড়াচ্ছেন, কোনো নিয়মের তোয়াক্কা করছে না, সেদিকে নজর দিতে হবে।’

ঝুঁকিপূর্ণ এলাকায় বিদ্যুতের সংকট একটা সত্যিকারের সমস্যা উল্লেখ করেন বুশরা বলেন, ‘ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষকে (ওয়াসা) সক্রিয় হতেই হবে। আমরা জানি, গ্রীষ্মকালে ডায়রিয়া বেড়ে যায়- আইসিডিডিআরবি-বিশ্বব্যাংকও সেটা বলে। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকেন, তাদের যখন পিপাসা পায়, তখন তাদের কোনো চয়েস (বিকল্প উপায়) থাকে না। অনেক সময়, বাচ্চারা বোঝে না, তারা অপরিষ্কার পানি পান করে।’

‘এসব বিষয়ে সচেতন হতে হবে। আর পরিচ্ছন্ন বাথরুমের নিশ্চয়তা না থাকায় নারীরা কম পানি খাচ্ছেন। নারী ও শিশুরা প্রচণ্ডভাবে দাবদাহের ঝুঁকিতে থাকেন। তারপর যাদের মেনটাল ডিজঅ্যাবিলিটি (বুদ্ধি প্রতিবন্ধী) আছে, যেমন সিজোফ্রেনিয়া, যারা এই রোগের ওষুধ খাচ্ছেন, তারা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এই ওষুধ তাপমাত্রা নিয়ন্ত্রণে অক্ষম। কাজেই কেউ সিজোফ্রেনিয়ার ওষুধ খেয়ে বাইরে গেলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে।’

আরও সপ্তাহখানেক থাকবে তাপপ্রবাহ

বাংলাদেশে যে তাপপ্রবাহ বইছে, সেটা আরও সপ্তাহখানেক থাকবে বলে মনে করেন আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান। সময় সংবাদকে তিনি বলেন, ‘বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ায় একটা অস্বাভাবিক আচরণ দেখা দিয়েছে। আমাদের দেশে খুলনা বিভাগে আজকের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অবস্থানভিত্তিক এই তাপমাত্রার পার্থক্য- যেটা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘খুলনা বিভাগের সবগুলো জেলায় চল্লিশের ওপর তাপমাত্রা। এগুলো সবই জলবায়ু পরিবর্তনের প্রভাব। কয়েক দিন আগে পানিতে তলিয়ে গেছে দুবাই। আর এদিকে চলছে তাপপ্রবাহ। অথচ দুবাইতে তাপপ্রবাহ চলার কথা। আর আমাদের দেশে প্রচুর বৃষ্টি হওয়ার কথা।’

বাংলাদেশে এই তাপপ্রবাহ কতদিন থাকতে পারে- জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের এই পরিচালক বলেন, ‘এটা নিয়েও আমরা ভাবছি। অন্তত এক সপ্তাহ এই তাপপ্রবাহ থাকতে পারে। আগামী ২৭ কিংবা ২৮ এপ্রিলের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।’

‘খুলনা ও রাজশাহীতে আগামীকাল থেকে তাপমাত্রা বেড়ে যাবে। এতে ওইসব অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেটে তাপমাত্রা বাড়তির দিকে। ময়মনসিংহ অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা আছে,’ যোগ করেন আজিজুর রহমান।

তিনি বলেন, ‘আঠাশ এপ্রিলের পর তাপপ্রবাহ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে।

তাপপ্রবাহের এই সময়ে মানুষকে যতটা সম্ভব ছায়ায় থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। আজিজুর রহমান বলেন, ‘পর্যাপ্ত তরল খাবার খেতে হবে। জাংক ফুড কম খেতে হবে। তবে ফ্রিজের ঠান্ডা পানি খেলে উল্টো ফল আসবে। তরল পানি বলতে নরমাল পানি খেতে হবে। কিন্তু ফ্রিজের পানি খাওয়ার অর্থ হচ্ছে বিপদ ডেকে আনা।’

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ

আগামী বছরগুলোতে এই তাপপ্রবাহ বাড়ার শঙ্কা আছে বলে জানান তিনি। এই আবহাওয়াবিদ বলেন, ‘যত দিন যাবে, তাপপ্রবাহের তীব্রতা বেড়ে যাওয়ার শঙ্কাও তত বাড়বে।’

তাপপ্রবাহ এক ধরনের দুর্যোগই। এই ক্ষেত্রে এটা মোকাবিলায় কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে কি না- জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, ‘আমরা সচেতনতামূলক কাজগুলো করছি। এভাবে তাপ বাড়লে নিজেদের নিরাপদ রাখতে হবে। আমাদের কর্মকর্তাদের মাধ্যমে এটা প্রচার করছি।

আরো সংবাদ