দেড় বছর পর ক্লাসে ফিরল কক্সবাজারের শিক্ষার্থীরা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ৩ মে ২০২৪ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০৯-১২ ১৩:৫০:৫৩

দেড় বছর পর ক্লাসে ফিরল কক্সবাজারের শিক্ষার্থীরা

দেড় বছর পর ক্লাসে ফিরল কক্সবাজারের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :  প্রায় দেড় বছর পর ক্লাসে ফিরেছে পর্যটন নগরী কক্সবাজারের শিক্ষার্থীরা। ৫৪৪ দিন পর ক্লাসে ফিরতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তা দিয়ে শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের যেতে দেখা গেছে।

সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বরণ করে নিতে মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ, থার্মোমিটার নিয়ে অপেক্ষায় ছিলেন শিক্ষকরা। তবে কোথাও কোথাও অভিভাকদের জটলা স্বাস্থ্যবিধি মানাতে ব্যাঘাত ঘটিয়েছে।

কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন জানান, বিদ্যালয়ের পরিবেশ ঠিক আছে। শিক্ষার্থীর উপস্থিতিও ভালো। অনেক শিক্ষার্থীর সাথে অভিভাবকও এসেছেন। তারা দেখছে, তাদের ছেলে-মেয়েরা কেমন পরিবেশে ক্লাসে বসছে। অভিভাবকরা সন্তষ প্রকাশ করেছে।

কক্সবাজার শহর ছাড়াও জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্কুলগুলোতেও শিক্ষার্থীরা উৎসবের আমেজে প্রথমদিন ক্লাস করতে গেছে বলে জানা গেছে। স্কুল খোলার খবরে এর আগে স্কুল খোলার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান।

আরো সংবাদ