যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপন - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৮ মে ২০২৪ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৮-০১ ১০:১৪:৩৪

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপন

নিজস্ব প্রতিবেদক :  করোনা ভাইরাসের কারণে সারা দেশের ন্যায় কক্সবাজারেও ভিন্ন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে একাধিক জামাতের। মসজিদের অভ্যন্তরে ১ ঘন্টা পর পর অনুষ্ঠিত প্রতি জামাতে ইমামতি করেন পৃথক পৃথক ইমাম। আজ ১ আগষ্ট সকাল আটটায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামাতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক কামাল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ মুসল্লীরা ঈদের নামাজ আদায় করে। পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। একই স্থানে ২য় জামাত সকাল ৯ টায় ,বদর মোকাম জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং বায়তুশ শরফ মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮ টায় এবং ২য় জামাত ৯ টায় অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ