নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন  - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১১-৩০ ২০:৫৫:৫৯

নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন 

আমিনুল হক, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালী নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসার পাঁচ তলা বিশিষ্ট নব নির্মিতব্য একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বিকাল ২ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার নায়েবে পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামজা, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, আল্লামা ফোরকান উল্লাহ খলিল ও আল্লাম ওবাইদুল কাদের নদভী। এতে সভাপতিত্ব করেন বড়মহেশখালী নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ বড়মহেশখালী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন বড়মহেশখালী এমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ মকছুদ। প্রধান অতিথির বক্তব্যে আবু রেজা নদভী বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন। এই সরকারের আমলে ৫৬০ টি আধুনিক মানের মসজিদ ও কমপ্লেক্সের কাজ চলমান রয়েছে। তিনি তার ব্যক্তিগত ও ফজলুল্লাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসার নির্মিতব্য একাডেমিক ভবনের জন্য ৩০ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন।

আরো সংবাদ