নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ শুরু - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২৩-০৭-২৪ ১২:২১:১৪

নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ শুরু

কক্সবাজারে উৎপাদন হচ্ছে স্বাস্থ্যসম্মত শুঁটকি মাছ

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কক্সবাজারেও সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। এ উপলক্ষে সকালে কক্সবাজার জেলা মৎস্য অফিসের উদ্যোগে অফিস সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান।

সভায় আরও বক্তব্য রাখেন বিএফআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান, কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা তৌফিকুর ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহানসহ সংশ্লিষ্টরা। এসময় জেলা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা,মৎস্য ব্যবসায়ী-চাষীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতে প্রতি বছরের মতো এবারও ৩০ জুলাই পর্যন্ত  জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।

আরো সংবাদ