নাফনদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক - কক্সবাজার কন্ঠ

সোমবার, ৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৪-১৬ ১৩:৩৯:৪৩

নাফনদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জালিয়ারদ্বীপ সংলগ্ন এলাকা থেকে ৮০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। তবে এসময় অন্ধকারের সুযোগ নিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে গেছে আরেকজন পাচারকারী। আটক কামাল হোসেন মিয়ানমারের মংডুর বুথিডং এলাকার মৃত আব্দুল গফ্ফারের ছেলে।

শনিবার (১৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে রাত সোয়া একটার দিকে বিজিবির একটি দল নাফ নদীতে অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমারের দিক শূণ্যরেখা অতিক্রম করে দু’জন ব্যক্তিকে বাংলাদেশের জলসীমায় আসতে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এসময় একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন অন্ধকারের সুযোগে নদী সাঁতরে মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তির সাথে থাকা বস্তা তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজবির এ কর্মকর্তা।

 

আরো সংবাদ