নারী ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করল ছাত্র ইউনিয়ন - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১০-০৫ ১৫:১৩:১৮

নারী ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করল ছাত্র ইউনিয়ন

সংবাদ বিজ্ঞপ্তি :  নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ। ৫ অক্টোবর সন্ধ্যায় ধর্ষকের ফাঁসির দাবিতে কক্সবাজার শহীদ দৌলত ময়দান হতে শুরু হয়ে মিছিলটি কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তনয় দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি অন্তিক চক্রবর্তী। তিনি বলেন ” ধর্ষকদের আশ্রয়ে উন্মাদ রাষ্ট্র যন্ত্রে ছাত্র জনতার ঐক্যবদ্ধ কন্ঠস্বর হোক ধর্ষণের বিরুদ্ধে, পুনরায় একাত্তরে ফিরে এ রাষ্ট্রকে ধর্ষকদের আস্তানা মুক্ত করতে হবে। সারাদেশে ধর্ষণ নিপিড়নের দ্রুত বিচার কার্যকর ও ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবি ও নির্লজ্জ সরকারের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের সমাপ্তি ঘোষণা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি আজিজ রিপন, দপ্তর সম্পাদক- আপন দাশ, শহর ছাত্র ইউনিয়নের সভাপতি- শুভজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক- মুক্তাদিল বিল্লাহ জয়, কক্সবাজার সরকারি কলেজ সংসদের যুগ্ম-আহবায়ক বিবেক চক্রবর্তী, সদস্য সচিব বাবলু দে, জেলা সাংস্কৃতিক ইউনিয়নের আহবায়ক ক্লোরিন চাকমা, ছাত্রনেতা নিলয় দাশ, চয়ন, সাগর, জয়, রানিম, কাব্য, ইসমাইল প্রমুখ।

আরো সংবাদ