নিজস্ব গতিতে নয়, আইন চলছে সরকারের গতিতে: রিজভী - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০৩-০৪ ০৭:৩৫:১৩

নিজস্ব গতিতে নয়, আইন চলছে সরকারের গতিতে: রিজভী

পিরোজপুরে জেলা জজ আদালতের বিচারক দুর্নীতির অপরাধে সাবেক এমপিকে জামিন না দেয়ায় স্ট্যান্ড রিলিজ দেয়ায় তীব্র সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইন এখন নিজস্ব গতিতে চলে না, সরকারের গতিতে চলছে। আর এ কারণে বেগম জিয়াও জামিন পাচ্ছেন না।

বুধবার (০৪ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, বেগম জিয়াকে জামিনের প্রসঙ্গ আসলে তারা বলেন আদালতের ওপর তাদের কোনো হাত নেই। তবে পিরোজপুরের ঘটনায় কার কালো হাত পড়েছে বিচারবিভাগে, তা নিয়ে প্রশ্ন। বোঝাই যাচ্ছে, বিচারকরা সরকারের চাপে আছে বলেই বেগম জিয়া জামিন পাচ্ছেন না।

এ সময় তিনি মোদির ঢাকা সফর প্রসঙ্গে বলেন, জনগণের আপত্তি তোয়াক্কা করছে না বর্তমান সরকার। মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা বাংলাদেশ ও ভারতের সরকারের বিবেচনায় এনে দু’দেশের মানুষের আবেগকে গুরুত্ব দেয়া উচিত।

রিজভী বলেন, মুজিববর্ষ নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। শেখ মুজিবুর রহমান জাতীয় নেতা, স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা-তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্ম শতবর্ষ পালন উদযাপনের নামে ব্যবসায়ীদের দিন কাটছে চাঁদাবাজির আতঙ্কে।

আরো সংবাদ