নির্বাচন বাঁচিয়ে না রাখলে গণতন্ত্র বাঁচিয়ে রাখা যাবে না-সিইসি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৭-২৬ ১০:৩৩:০২

নির্বাচন বাঁচিয়ে না রাখলে গণতন্ত্র বাঁচিয়ে রাখা যাবে না-সিইসি

নিউজ  ডেস্ক :  নির্বাচনকে বাঁচিয়ে রাখা না গেলে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে  সংলাপকালে তিনি এ কথা বলেন।

এদিন সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার পক্ষে মত দেয়।

একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল এবং জনসমর্থনহীন রাজনৈতিক দলগুলোরও নিবন্ধন বাতিল চেয়েছে দলটি।

জমিয়তে উলামায়ে ইসলামের সুপারিশগুলো হলো

১. সকল দলের সমান সুযোগ নিশ্চিতকরণ

২. প্রতীক বরাদ্দ থেকে নির্বাচন পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন

৩. ইভিএমের পরিবর্তে ব্যালটেই ভোট গ্রহণ এবং প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল ঘোষণা

৪. নির্বাচন চলাকালে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা

৫. স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার বিধান বাতিল

৬. কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ভোটারকে ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

৭. জনমনে বিতর্ক ও প্রশ্ন সৃষ্টিকারী বক্তব্য প্রদান ইসিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন

৮. প্রবাসীদের ভোট প্রদান প্রক্রিয়ার আওতায় আনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন ও জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল।

অপরদিকে ৩০০ আসনে ইভিএমে ভোটগ্রহণের পক্ষে মত দেয় বিকল্পধারা।

দলটির মহাসচিব আবুল মান্নান ৩০০ আসনে ইভিএমে ভোটগ্রহণের দাবি জানিয়ে বলেন, বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তার জন্য পাঁচ সদস্যের সেনা মোতায়েন করতে হবে।

দলটির যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরি বলেন, নিরপেক্ষতা নির্ভর করবে ইসির ওপর নয়, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। ইভিএম কীভাবে কাজ করে এবং নিরপেক্ষভাবে কীভাবে কাজ করে তা যদি বেশি করে প্রচার করা যায় তবে এর ওপর ভোটারদের আস্থা আসবে।

তিনিও ৩০০ আসনে ইভিএম ব্যবহার সুপারিশ করেন বলেন, ভোট কেন্দ্রে যদি সেনাবাহিনী যদি থাকে তবে মানুষের মধ্যে ভোট ভালো হচ্ছে এই ধারনা আসবে। মানুষ আস্থা পাবে।

তাদের সুপারিশগুলো হলো

১. সব কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা করা হলে অন্তত ভোট কারচুপি বন্ধ হবে। একজনের ভোট আরেকজন দিতে পারবে না-তার নিশ্চয়তা চাই।

২. নির্বাচনের সময় ভয়ভীতির পরিবেশ সৃষ্টি না হয় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩. নির্বাচন ক্যাম্পেইনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

৪. ভোটারদের ভোট দেওয়ার গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

৫. ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত লোকের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

৬. ভোটকেন্দ্রে পেশীশক্তি ব্যবহার রোধে প্রতি কেন্দ্রে সামরিক বাহিনীর অন্তত ৫ সদস্যের নিয়োগ দিতে হবে।

৭. ভোটকেন্দ্রে দ্রুত সময়ে ভোট গণনা সম্পন্ন করে ভোটের ফল উপস্থিত এজেন্টদের কাছে হস্তান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ ফল দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে।

ইভিএম প্রসঙ্গ সিইসি বলেন, ইভিএম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ব্যালট পেপারে যে অসুবিধা, ব্যালটা ছিঁড়ে সিল মেরে দেয়। কিন্তু ইভিএম লাঠি ও হকিস্টিক নিয়ে ভেঙে ফেললেও ভোট নষ্ট হবে না।

সিইসি আরও বলেন, আমাদের চর্চাটা অপসংস্কৃতি হয়ে গেছে। পয়সা ঢালছে, মাস্তান ভাড়া করছে। একজন প্রফেশনাল কিলারকে হায়ার করতে খুব বেশি পয়সা লাগে না, আজকাল যেটা হয়েছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সকলকে সামাজিক আন্দোলন করতে হবে। মাঠ আপনাদের থাকতে হবে।

সিইসি বলেন, আমরা আমাদের দায়িত্ব সর্বশক্তি দিয়ে পালন করার চেষ্টা করবো। অর্থ শক্তি, পেশি শক্তি মোকাবিলা ও ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারাও কিছু দায়িত্ব নেবেন।

সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলসহ চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরো সংবাদ