নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: সবার মরদেহ উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৫-৩১ ১৩:৪৬:৫৩

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: সবার মরদেহ উদ্ধার

নিউজ  ডেস্ক :  নেপালের উত্তর-মধ্যাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিধ্বস্ত এয়ার উড়োজাহাজের ২২ আরোহীর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নেপালের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দিও চন্দ্র লাল কার্নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৯ যাত্রী ও ৩ ক্রুসহ ২২ আরোহীর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, বিধ্বস্ত উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ১৬ জন নেপালি, ৪ জন ভারতীয় ও ২ জন জার্মান। দুর্গম পার্বত্যভূমি ও খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি ব্যাহত হয়।

কানাডার দি হাভিল্যান্ড প্রতিষ্ঠানের তৈরি ডিএইচসি-৬-৩০০ টুইট ওটার উড়োজাহাজটি গত রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে পর্যটন শহর পোখারা থেকে উড্ডয়নের পর ৮০ মাইল দূরে পার্বত্য শহর জমসমে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।

আরো সংবাদ