পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কাল - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২২-০১-০৪ ১৩:৪৭:০১

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কাল

যেসব ইউপি ও পৌরসভায় ভোট ১৫ জুন

নিউজ  ডেস্ক :  পঞ্চম ধাপে ৭০৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কাল। এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ভোটগ্রহণ সামনে রেখে গতকাল নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা মাঠে নেমেছেন।

নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হচ্ছে। তবে ব্যালট পেপার দেয়া হবে ভোটের দিন সকাল ৭টা মধ্যে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া আচরণবিধি দেখভালে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে রয়েছেন।

জানা গেছে, এ ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭ হাজার ৯৫০ এবং সাধারণ সদস্য ৩৯ হাজার ৩৯১ জন।

এ ধাপে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ৬৮ লাখ ৩৬ হাজার ৩১ জন ও পুরুষ ৭০ লাখ ৬০ হাজার ১৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।

এদিকে সোমবার মধ্যরাতে এ ধাপের নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। শেষদিনে দিনভর প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময়ে কাটিয়েছেন। কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সহিংসতার ঘটনাও ঘটেছে। গত ২৭ নভেম্বর এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরো সংবাদ