পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি টাকা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৬-২৭ ০৪:২২:০৪

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি টাকা

নিউজ ডেস্ক : পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি টাকা। পদ্মা সেতুর উদ্বোধনের পর রোববার (২৬ জুন) সকাল ছয়টা থেকে যানবাহন পারাপারে সেতু খুলে দেওয়া হয়। এর পর গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫১ হাজারের বেশি গাড়ি পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে দুই কোটি টাকার বেশি।

সোমবার (২৭ জুন) সকালে পদ্মা সেতু প্রকল্পের এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (২৬ জুন) ভোর ছয়টা থেকে সোমবার (২৭ জুন) ভোর ছয়টা পর্যন্ত সেতু দিয়ে মোট গাড়ি পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি এবং একই সময়ে টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

ওই গণমাধ্যম একটি সূত্রের বরাত দিয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি। সেখান থেকে টোল আদায় হয় এক কোটি আট লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

এদিকে পদ্মা সেতুকে ‘বাঙালি জাতির গর্ব ও সামর্থ্য’ হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মিডিয়া।

পদ্মা সেতুকে ‘প্রকৌশল বিস্ময়’ হিসাবে আখ্যায়িত করে বিশেষজ্ঞরা বলছেন, সেতুটি নির্মাণ একটি দুর্দান্ত কীর্তি। কারণ পদ্মা দক্ষিণ আমেরিকার আমাজন নদীর পরে সবচেয়ে ‘অনির্ভরযোগ্য এবং অপ্রত্যাশিত’ নদী। সুত্র-৭১ অনলাইন।

আরো সংবাদ