পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষা-প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি না করার নির্দেশ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-১২ ১০:৫৩:১৬

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষা-প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে মাঠে জড়ো হয়ে অ্যাসেম্বলি না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এর  নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় পুনরাদেশ না পাওয়া পর্যন্ত প্রতিদিন অ্যাসেম্বলি শ্রেণীকক্ষে  করার কথা বলা হয়েছে।

শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন আপাতত বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।গত রোববার বিদেশফেরত তিনজনের শরীরে কোভিড-১৯ (নভেল করোনা ভাইরাস) সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের মত পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় স্কুল-কলেজগুলো আপাতত খোলা থাকবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান যেগুলোতে জনসমাগম হয়, সেসব অনুষ্ঠান সূচি পুনর্বিন্যাস করে পরবর্তীতে আয়োজনেরও নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো সংবাদ